দীপাবলি উপলক্ষে বহু মানুষ বাড়ি ফিরছেন। দূরপাল্লার ট্রেনগুলিতে কিংবা বাসে তিলধারণের জায়গা নেই। ভিড়ের চাপ এতটাই বেশি যে, মুম্বইয়ে ট্রেন থেকে পড়ে গেলেন তিন যাত্রী। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আর ১ জন। শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহার যাওয়ার পথে কর্মভূমি এক্সপ্রেসে ঘটনাটি ঘটে।
নাসিক রোড স্টেশন ছাড়তেই প্রচণ্ড ভিড়ের চাপে তিন যাত্রী পড়ে যান ট্রেন থেকে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত অবস্থায় ১ ব্যক্তিতে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। মৃত দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের অনুমান তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
Advertisement
দীপাবলি ও ছট পুজোর কারণেই ট্রেনে যাত্রীদের ভিড় বেড়েছে। মনে করা হচ্ছে সে জন্যই বাড়ি ফিরছিলেন ওই যুবকেরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় নাসিক রোড থানার পুলিশ। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
Advertisement
Advertisement



