• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কালীপুজোয় জোড়া ধূমকেতুর ‘আতসবাজি’, বিরল ঘটনার সাক্ষী থাকবে বাংলা

রাতের আকাশে দেখা যেতে চলেছে জোড়া ধূমকেতু

এই বছরটা বোধহয় ধূমকেতুরই। দেব-শুভশ্রীর ধূমকেতুর পর এবার রাতের আকাশে দেখা যেতে চলেছে জোড়া ধূমকেতু। শনিবার আকাশ অন্ধকার হলেই প্রকাশিত হবে জোড়া ধূমকেতু। কয়েক শত বছর পর এই ধূমকেতু দুটি পৃথিবীর নিকটে আসছে। লিমন এবং সোয়ান নামের এই দুই ধূমকেতু একসঙ্গে প্রকাশিত হবে রাতের আকাশে। এই ঘটনা বিরল বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

এদের মধ্যে একটি ধূমকেতু দেখা যাবে খালি চোখেই, অন্যটি দেখতে গেলে চোখ রাখতে হবে দূরবীনে। এই বিরল ঘটনার দৃশ্য চোখ ভরে উপভোগ করতে ২১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় চোখ রাখতে হবে রাতের আকাশের দিকে। 

Advertisement

যাঁরা এই দৃশ্যের সাক্ষী থাকবেন তাঁরা সত্যিই ভাগ্যবান, কেননা এর আগে লিমন পৃথিবীর কাছে এসেছিল ১,৩৫০ বছর আগে, এবং ৬৫০ বছর আগে পৃথিবীর কাছে এসেছিল সোয়ান। 

Advertisement

স্পেস বিশেষজ্ঞ সন্দীপকুমার চক্রবর্তীর জানিয়েছেন, পৃথিবী থেকে মাত্র ৭৫ লক্ষ কিলোমিটার দূরে এই ধুমকেতু দেখা যাবে। সোয়ানকে খালি চোখে দেখা একটু কষ্টসাধ্য হলেও লিমনকে দেখা যাবে খালি চোখেই। এই দু’টি ধূমকেতুই আসলে ‘উর্ট কমেট ক্লাউড’–এর বাসিন্দা। যা আমাদের সৌরজগতের দূরতম প্রান্তে অবস্থিত। দূরত্ব পৃথিবী থেকে এতটাই দূরে যে, পৃথিবীর কাছে আসতে এদের শত শত বছর সময় লেগে যায়।

Advertisement