শনিবার সকালে গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওই ট্রেনটি অমৃতসর থেকে সহারসা যাচ্ছিল। সিরহিন্দ স্টেশনের কাছে হঠাৎ দেখা যায়, ট্রেনের ১৯ নম্বর কোচ থেকে কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে। এর ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। বিশৃঙ্খলার জেরে এক যাত্রী জখম হন। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
এদিকে আগুন দেখতে পেয়েই লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। একজন মহিলা যাত্রী সামান্য দ্বগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানান, ‘ট্রেনের মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে হতাহতের খবর নেই।’ কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
Advertisement
গরিব রথ এক্সপ্রেসের এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। তারপরই চিৎকার-চেঁচামেচি শুনতে পাওয়া যায়। আগুন লাগার খবর তখনই জানাজানি হয়। সকলেই ট্রেন থেকে দ্রুত নামতে শুরু করেন। আর সেই কারণে অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে পড়েও যান। এদিকে এই ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
Advertisement
প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। রেল কর্তারা জানান, আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। ট্রেনের অবস্থা পরিদর্শন করা হয়। ক্ষতিগ্রস্ত কামরাটি আলাদা করে রাখা হয়েছে। তার জায়গায় নতুন কামরা লাগানো হয়েছে বলে জানিয়েছে রেল। ওই সময় পুরো স্টেশন ঘিরে রেখেছিল আরপিএফ এবং জিআরপি। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Advertisement



