সেনাঘাঁটিতে জঙ্গিহামলা ঘিরে চাঞ্চল্য ছড়াল। পূর্ব অসমের তিনসুকিয়া জেলায় কাকোপাথার এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। একটি ট্রাকে করে হামলা চালানো হয়। এই ঘটনায় তিনজন জওয়ান জখম হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘কারও চোটই গুরুতর নয়। পুলিশের সহযোগিতায় এলাকায় তল্লাশি শুরু হয়েছে।’ সূত্রের দাবি, জঙ্গিরা নিষিদ্ধ গোষ্ঠী উলফা (আই) বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (ইন্ডিপেন্ডেন্ট) এর সদস্য ছিল এবং গ্রেনেড লঞ্চার, স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিল।
সেনা সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে কাকোপাথর কোম্পানির ঘাঁটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যাঘাত করে সেনাও। এর জেরেই তিনজন জওয়ান জখম হন। জঙ্গি হামলায় জখম তিন জওয়ানের চোট অবশ্য গুরুতর নয়। এর পরেই সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। সূত্রের খবর, অরুণাচল প্রদেশ সীমানার দিকে পালিয়েছিল জঙ্গিরা। পরে সীমানার কাছ থেকে একটি ট্রাক উদ্ধার হয়। অনুমান, ওই ট্রাকে করে হামলা চালানো হয়েছিল সেনাঘাঁটিতে।
Advertisement
Advertisement
Advertisement



