কালীপুজোর আগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জায়গায়। শুক্রবার দিনভর আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও, সপ্তাহান্তেই শুরু বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। শনিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতেই দেশে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর এর জেরে বাংলার হাওয়াও এখন বেশ শুষ্ক। বিপরীতমুখী বিপরীতধর্মী বাতাসের যাওয়া আসার ফলেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে বাংলায়।
তবে শনি-রবিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কালীপুজোর দিন অর্থাৎ সোমবার মোটের উপর আকাশ পরিষ্কার থাকারই কথা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ পরগণা ও মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা। অন্যদিকে উত্তরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Advertisement
বৃষ্টির প্রাবল্য বিশেষ হবে না। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। বাংলার বেশিরভাগ জেলার আকাশই থাকবে মেঘমুক্ত। কালীপুজো পেরোলেই ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। তবে শীত রাজ্যে ঠিক কবে প্রবেশ করবে সেবিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি হাওয়া অফিস।
Advertisement
এদিকে শুক্রবার সকাল থেকে মহানগরের আকাশ ঝকঝকে। মেঘের লেশ মাত্র নেই, বরং রোদের তেজে ঘাম ঝরছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রির ধারেপাশে।
Advertisement



