• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

শতাধিক নেতা-কর্মী কংগ্রেস থেকে তৃণমূলে, পতাকা তুলে দিলেন ইউসুফ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে জনসংযোগ বাড়ানোর কাজে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে জনসংযোগ বাড়ানোর কাজে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই জেলার কোনো না কোনো ব্লকে এই বিজয়া সম্মিলনী চলছে। সেখানে দলবদলের ঘটনাও ঘটছে। এবার জেলার নওদা ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শাসক দলে যোগ দিলেন কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক। তাঁদের হাতে পতাকা তুলে দিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখের উদ্যোগে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় আমতলা বেসিক স্কুলের ময়দানে। সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা প্রমুখ। এদিন রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন।

সফিউজ্জামান শেখ বলেন, ‘এদিন রায়পুর গ্রামপঞ্চায়েত সদস্য কংগ্রেসের সাবির সেখ তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও বালি ১ গ্রামপঞ্চায়েত এলাকা থেকে জামাল শেখ এবং ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের নেতৃত্বও যোগদান করেছেন। মধুপুর গ্রাম পঞ্চায়েত থেকেও অনেক কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন এলাকার সাংসদ ইউসুফ পাঠান। অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান-সহ জেলা এবং ব্লকের নেতারা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই নওদায় মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই দল বদল চলতে থাকবে।’

Advertisement

Advertisement

Advertisement