রাজ্যের রাজধানী লখনউতে সন্ত্রাসদমন শাখা এটিএস-এর নাম ব্যবহার করে এক সাইবার প্রতারণা চক্রের কার্যকলাপ সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক বাসিন্দার কাছ থেকে মোট ৪৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সাইবার থানার ইনচার্জ ইন্সপেক্টর ব্রিজেশ যাদব বলেন, ‘দুই মামলায় আলাদা এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ কল ডিটেলস ও ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছে। একই চক্রের সঙ্গে দুই ঘটনাকে যুক্ত করা যায় কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’ লখনউয়ের এই ঘটনায় জনসাধারণকে সাইবার নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার জন্য প্রশাসন বিশেষ নির্দেশ দিয়েছে।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে লখনউ শহর এলাকায় আশা সিংহ নামে এক মহিলার সঙ্গে। তাঁকে ভুয়ো গ্রেপ্তারির হুমকি দিয়ে প্রতারকরা ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ, প্রতারকরা নিজেদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং এটিএস-এর কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিল। আশাকে ১৪ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এ বন্দি রাখার ভুয়ো হুমকি দেওয়া হয়। প্রতিদিন হোয়াট্সঅ্যাপে ‘এটিএস বিভাগ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ফোন করে তাঁকে ভয় দেখানো হতো। ভয়ে আশাকে আলাদা আলাদা একাধিক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
Advertisement
গোমতীনগর এলাকার বাসিন্দা রাহুলকুমার গুপ্তের সঙ্গে দ্বিতীয় ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে। ‘দময়ন্তী১২৩৪৫৬’ নামের ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে রাহুলকে প্রথমে মাত্র ৭,৯৯৯ টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ১৫ দিনে ১৫ লক্ষ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে টাকা তুলতে চাইলে তাঁকে আরও ৮ লক্ষ টাকা ‘ক্রেডিট স্কোর’ উন্নয়নের নামে জমা দেওয়ার কথা বলা হয়। তাতে রাজি না হওয়ায় রাহুলকে ব্লক করা হয় এবং এরপর রাহুল পুলিশের দ্বারস্থ হন।
Advertisement



