জম্ম-কাশ্মীরে সেনার গুলিতে নিহত হল দুই জঙ্গি। কুপওয়ারা জেলার মছিল এবং দুদনিয়াল সেক্টরে সোমবার রাতে জঙ্গিদের গতিবিধি নজরে পড়ে বাহিনীর। তার পরেই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সেনাদের দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এখনও পর্যন্ত সেনার গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে।
এক সেনা আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়। তার পরেই ওই এলাকায় অভিযান শুরু হয়।’ গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়।
Advertisement
অন্যদিকে, কুপওয়ারার দুদনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেনার অনুমান, বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে জঙ্গিরা। সেই কারণেই একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সেনাকে বিভ্রান্ত করার এবং ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে। অবশ্য কেন্দ্রের নির্দেশে সতর্ক রয়েছে সেনা।
Advertisement
Advertisement



