• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শীর্ষ আদালতে আগামী ৫ নভেম্বর ওবিসি শংসাপত্র বাতিল মামলা

ওবিসি মামলায় রাজ্যের শুনানি এগোনোর আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

ওবিসি মামলায় রাজ্যের শুনানি এগোনোর আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। আগামী ৫ নভেম্বর রাজ্যের ওবিসি মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাই। মঙ্গলবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলাটি চলতি সপ্তাহে শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। ৫ নভেম্বর শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি।

২০২৪ সালের ২২ মে ওবিসি নিয়ে প্রথম রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তাতে বলা হয়, ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর রাজ্যের ওবিসি তালিকায় যে সকল সম্প্রদায় যুক্ত হয়েছে, তা সব বাতিল। ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে জারি করা ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়। তার আগে রাজ্যে ওবিসি হিসেবে ৬৬টি সম্প্রদায় স্বীকৃত ছিল। সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে রাজ্যকে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল।  তার বিরুদ্ধেও হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

Advertisement

গত ১৭ জুন এই সংক্রান্ত মামলায় রাজ্যের বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় দেন। তারপরই রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান। গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement

হাইকোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছে আজকে। যে-ই রায় দিয়ে থাকুন। বিজেপির রায় এটা। আমরা মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।‘

মামলা চলাকালীন অবসর নেন বিচারপতি  ডি ওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বি আর গাভাই। এবার তাঁর বেঞ্চে মামলা শোনার আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল।  চলতি সপ্তাহেই মামলাটির শুনানি করার আর্জি জানান। তবে চলতি সপ্তাহ নয়,  নভেম্বর মাসের ৫ তারিখ মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই।

Advertisement