• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যসভা নির্বাচনে ৩ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

চার আসনের নির্বাচন হলেও বিজেপি ৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন, গোলাম মহম্মদ মির, রাকেশ মহাজন ও সত্যপাল শর্মা।

প্রতীকী ছবি

জম্মু ও কাশ্মীরে ৪টি আসনে রাজ্যসভা উপনির্বাচন হবে। আগামী ২৪ অক্টোবর এই উপনির্বাচন হবে। জম্মু ও কাশ্মীরের ৪টি আসন ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে খালি রয়েছে। সে রাজ্যে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। চার আসনের নির্বাচন হলেও বিজেপি ৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন, গোলাম মহম্মদ মির, রাকেশ মহাজন ও সত্যপাল শর্মা।

হিসেব অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ৪ আসনের মধ্যে ৩টি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসকদল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের। একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। তারপরও রবিবার বিজেপির তরফে তিন আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বাকি দুই আসনেও জোর লড়াইয়ে নামছে পদ্মফুল শিবির। এই দুই প্রার্থীকে রাজ্যসভায় জেতাতে শাসকদলের বিধায়ক কেনাবেচা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

জম্মু ও কাশ্মীর থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ ছিলেন ফায়াজ আহমেদ মীর, শামসের সিং মানহাস, গুলাম নবী আজাদ এবং নাজির আহমেদ লাভ। তাঁদের মেয়াদ শেষ হওয়ার ৪ বছর ৮ মাস পর জম্মু ও কাশ্মীর রাজ্যসভা আবার তাঁদের প্রতিনিধি পাবে। ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। ওই দিনই ফলাফল। নির্বাচনের বিজ্ঞপ্তি ৬ অক্টোবর প্রকাশিত হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর। মনোনয়নপত্রের যাচাই পর্ব ১৪ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর।

Advertisement

Advertisement