• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাঁতন ২ ব্লকের দুই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে আগুন

ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

প্রতীকী চিত্র

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া জমিদার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, সাবড়া জমিদার পাড়া এলাকায় প্রথম আগুন লাগে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বাবলু খানের দোতলা মাটির বাড়িতে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি দাঁতন ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাঁতন দুই পঞ্চায়েত সমিতির বন ও ভূমিদপ্তরের কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলীর মাটির দোতলা বাড়িতে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে।

সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকল বিভাগের এবং পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শুক্রবার রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কয়েক ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। ওই দুটি মাটির দোতলা বাড়িতে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঠিক কী কারণে ওই দুটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য দমকল বিভাগ ও পুলিশ আলাদাভাবে তদন্তের কাজ শুরু করেছে।

Advertisement

তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাবলু খানের বাড়িতে থাকা ফ্রিজে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে ওই ঘটনাটি ঘটেছে। দুই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে ওই দুটি বাড়ির পাশে থাকা আরও বেশ কয়েকটি বাড়ি।

Advertisement

Advertisement