• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

‘দেশের পাশে আছি, প্রধানমন্ত্রীর নয়’, অপারেশন সিন্দুর নিয়ে কটাক্ষ ওয়েইসির

তিনি আরও বলেন, ‘যখনই পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়, আমরা একবাক্যে দেশের অবস্থানকে সমর্থন করি। কারণ দেশই সবার আগে।’

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাকিস্তান ও অপারেশন ‘সিন্দুর’ ইস্যুতে ফের মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, দেশ যখন সন্ত্রাসের মুখে, তখন রাজনৈতিক মতভেদ ভুলে ভারতীয় নাগরিক হিসেবে দেশের পক্ষেই থাকা উচিত। তবে একইসঙ্গে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘দেশের স্বার্থই সবার আগে, প্রধানমন্ত্রী বা দল নয়।’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসি বলেন, ‘রাজনৈতিক লড়াই মতাদর্শের ভিত্তিতেই চলবে। কিন্তু এই লড়াই কখনও দেশের সঙ্গে হতে পারে না। বিজেপি দেশের চেয়ে বড় নয়, প্রধানমন্ত্রীও নন।’

Advertisement

পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে ওয়েইসি বলেন, ‘ওই হামলায় যারা যুক্ত ছিল, তারা পাকিস্তানের আইএসআই দ্বারা প্রশিক্ষিত সন্ত্রাসী। তারা সামরিক কায়দায় সাধারণ মানুষকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা সবসময় দেশের পক্ষেই দাঁড়াই। এটা প্রধানমন্ত্রীকে সমর্থন করার প্রশ্ন নয়, এটা দেশের সম্মানের প্রশ্ন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘যখনই পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়, আমরা একবাক্যে দেশের অবস্থানকে সমর্থন করি। কারণ দেশই সবার আগে।’

রাজনৈতিক মহলের মতে, ওয়েইসির এই মন্তব্যে যেমন একদিকে তাঁর দেশপ্রেমের বার্তা স্পষ্ট, তেমনি বিজেপির প্রতি তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করলেও জাতীয় নিরাপত্তা ইস্যুতে ‘দেশের পাশে থাকা’র এই অবস্থান ওয়েইসির রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা যেতে পারে।

Advertisement