বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম বাংলার ৭ শ্রমিকের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃতদের নাম জাহিদ আলি (৩২), মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫) ও তাজিবুল শেখ (৩১)।
নির্মাণকাজের সঙ্গে যুক্ত ওই ৭ শ্রমিক বেঙ্গালুরুতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। সোমবার গভীর রাতে সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এই ঘটনায় ৭ জনই গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। তাঁরা প্রত্যেকে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আগুন লেগে যায়। সেই কারণে তাঁরা ঘর থেকে বেরোতে পারেননি। এই শ্রমিকদের মধ্যে জাহিদ আলীর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুর গ্রামে। বাকি ৬ জনের বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীরতলা গ্রামে। শুক্রবার আহত ৭ শ্রমিকের মধ্যে ৪ জনের মৃত্যু খবর প্রকাশ্যে আসে। হাসান মণ্ডল (৪২), নুরজামাল শেখ (২০) ,শাফিজুল শেখ (৩৫) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, এক মাস আগে মুর্শিদাবাদ জেলা থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক হাসান মণ্ডল নামে এক ঠিকাদারের অধীনে কাজ করার জন্য বেঙ্গালুরুর বিরডি এলাকায় গিয়েছিলেন। সেখানে গিয়ে বহুতল নির্মাণকাজের সঙ্গে যুক্ত হন তাঁরা। নির্মাণস্থলের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন ওই ৭ জন শ্রমিক। তাঁরা যে সিলিন্ডারে রান্না করতেন সেটি সোমবার সকালে শেষ হয়ে গিয়েছিল। রাতে তাঁরা নতুন একটি গ্যাস সিলিন্ডার লাগিয়ে রান্নাবান্না করেন। তারপর খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টা–দু’টো নাগাদ গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে গ্যাস লিক হয়ে ঘরে আগুন লেগে যায়। সেই সময় ঘুমিয়ে ছিলেন ৭ শ্রমিক। তাই প্রত্যেকেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আজ, শনিবার মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। তারপর নিয়ে আসা হবে মুর্শিদাবাদের বাড়িতে। ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক।
Advertisement