নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মুম্বই মেট্রো লাইন ৩-এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আধুনিক যোগাযোগ ও পরিবহণের এক নতুন দিগন্ত খুলে গেল মুম্বইবাসীর কাছে।
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এর চাপ কমাতে এবং মুম্বইকে গ্লোবাল মাল্টি-এয়ারপোর্ট সিস্টেমের অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি আদানি গ্রুপের অধীনস্থ নবি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড একটি অংশ। প্রায় ১,১৬০ হেক্টর জমি জুড়ে তৈরি হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ হলে বছরে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
Advertisement
এটি দেশের প্রথম বিমানবন্দর যা এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং মেট্রো এই তিন ধরনের পরিবহণ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। অক্টোবরের শেষ নাগাদ টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে বিমান চলাচল শুরু হবে।
Advertisement
প্রথম পর্যায়ে ইন্ডিগো, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে। বিশেষজ্ঞদের মতে, নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে মুম্বই ও পশ্চিম ভারতের বিমান চলাচল ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনবে। যাত্রীদের জন্য এটি হবে এক বিশ্বমানের অভিজ্ঞতা।
Advertisement



