• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লক্ষ্মীপুজোর দিনে চাকার তলায় ডেলিভারি বয়!

বেলঘরিয়ায় দুটি বাসের রেষারেষির জের!

প্রতীকী চিত্র

লক্ষ্মীপুজোর দিনে ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া বেলঘরিয়ায়। সোমবার দুপুরে বেলঘরিয়া ব্রিজের কাছে বাসে বাসে রেষারেষির জেরে রাস্তায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বাইকে চেপে যাওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ডেলিভারি বয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমতা থেকে বেলঘরিয়া অভিমুখে যাওয়ার সময় দুটি মিনি বাসের মধ্যে বেপরোয়া গতিতে প্রতিযোগিতা শুরু হয়। ঠিক সেই সময় রাস্তার ধারে বাইক নিয়ে যাচ্ছিলেন তন্ময় বোস নামে ওই ডেলিভারি কর্মী। তাঁর বাড়ি হালিশহরে। তাঁকে হঠাৎ পিছন দিক থেকে নিমতা রুটের একটি বাস সজোরে ধাক্কা মারে। মুহূর্তে বাইক উলটে গিয়ে তন্ময় পড়েন সামনের বাসের চাকার নীচে।

Advertisement

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

দুর্ঘটনার পরেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে দুটি বাসে ভাঙচুর চালায়। কিছুক্ষণ পরেই বেলঘরিয়া ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তীব্র যানজটে কার্যত থমকে যায় আশপাশের এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বেলঘরিয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে একদফা বচসা হলেও পরে পুলিশ জনতাকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

এই দুর্ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, ‘প্রতিদিন এই রাস্তায় বাসচালকদের রেষারেষিতে মানুষের জীবন বিপন্ন হওয়ার মুখে। আজ পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে।’

পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। লক্ষ্মীপুজোর দুপুরে এমন দুঃসংবাদে বেলঘরিয়া জুড়ে শোকের আবহ দেখা দিয়েছে।

Advertisement