টানা দু’ম্যাচ পর অবশেষে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি। শনিবার রাতে মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারালো তারা। তবে, এই ম্যাচেও গোল অধরাই থাকল দলের অন্যতম ভরসা লিওনেল মেসির জন্য। কিন্তু, সতীর্থ খেলোয়াড়দের জন্য একাধিক ভালো গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। এদিন, ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। সেইসময় বারবার প্রতিপক্ষ বক্সে আক্রমণ চালালেও প্রয়োজনীয় গোল কিছুতেই আসছিল না।
অবশেষে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করে মিয়ামিকে এগিয়ে দেন তাদেয়ো আলেন্দে। মেসির বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশ করে যান তিনি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের চাপ আরও বাড়ায় মিয়ামি। সেই আক্রমণ থেকেই প্রথমার্ধের সংযুক্তি সময়ে তাদের হয়ে ব্যবধান ২-০ করে যান জর্দি আলবা। এক্ষেত্রেও, ফাইনাল পাসটি এসেছিল সেই মেসির কাছ থেকেই। বিরতির পর ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেন নিউ ইংল্যান্ডের ফুটবলারেরা। সেইসময়, তাদের পরপর আক্রমণে বেশ চাপে পরে যায় মিয়ামির রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান কমান ডোর টুর্গেম্যান।
Advertisement
যদিও তাঁদের সেই স্বস্তি বেশিক্ষন স্থায়ী হয়নি। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে যান আলেন্দে। সেই গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মেসির। তিনিই গোলের নিশ্চিত বল সাজিয়ে দেন আলেন্দেকে। এরপর, ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন জর্দি আলবা। এই ম্যাচের শেষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সের্গিয়ো বুসকেতসকে। চলতি মরসুম শেষেই অবসর নেবেন তিনি। এদিকে, এই ম্যাচ জিতলেও চলতি মরসুমের সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হলো মায়ামির। ৬৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। বাকি দু’ম্যাচ জিতলেও মেসিদের পক্ষে কোনওভাবেই আর তাদের টপকে যাওয়া সম্ভব নয়।
Advertisement
Advertisement



