• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন, সিসিটিভি সূত্রে ধৃত ২

শম্ভুনাথ দাস লেনের মৃত ব্যবসায়ী শঙ্কর জানার দোকানের ঠিক উল্টো দিকের একটি বাড়ির সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছিল পাঁচ দুষ্কৃতীর গতিবিধি।

প্রতীকী চিত্র

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের বড় সাফল্য। ধরা পড়লেন দুই অভিযুক্ত। সোমবার বরানগর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা চলছে। কেন এই হত্যাকাণ্ড, ব্যক্তিগত শত্রুতা নাকি সম্পূর্ণ লুটের উদ্দেশ্য—সেই কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পলাতক বাকি তিন অভিযুক্তের সন্ধানেও তৎপরতা শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শম্ভুনাথ দাস লেনের মৃত ব্যবসায়ী শঙ্কর জানার দোকানের ঠিক উল্টো দিকের একটি বাড়ির সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছিল পাঁচ দুষ্কৃতীর গতিবিধি। শনিবার দুপুর ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে ঘটে যায় সেই ভয়াবহ লুট ও খুনের ঘটনা। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের মধ্যে তিন জন পিছনের রাস্তা ধরে দমদম স্টেশনের দিকে পালায় এবং বাকি দু’জন সিঁথির মোড়ের দিকে চলে যায়।অবশেষে সোমবার পুলিশের তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement