• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারী বৃষ্টিপাত এবং ধসে বিপর্যস্ত ওড়িশা, মৃত ২

ভারী বৃষ্টিপাতের কারণে ওড়িশার নানান জায়গায় বিচ্ছিন্ন হচ্ছে রেল এবং সড়কপথ। শুক্রবারের কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়। কিছু ট্রেন চলেছে অন্য রুটে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভুবনেশ্বর, ৪ অক্টোবর- ভারী বর্ষণে বিধ্বস্ত ওড়িশা। বৃষ্টিপাতের জেরে ধসও নেমেছে ওড়িশার কয়েকটি জেলায়। ধস এবং  বৃষ্টিপাতের কারণে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কিছু মানুষ।

শুক্রবার ভারী বৃষ্টিপাত হয়েছে ওড়িশার রায়গড়া, কোরাপুট এবং গজপতি জেলায়। এই তিন জেলাতেই ভারী বর্ষণের ফলে ধস নেমেছে। গজপতি জেলায় বস্তিগুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নেমে মৃত্যু হয় একজন ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ত্রিনাথ নায়েক। মেরিপল্লী গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে। ওই ব্যক্তির নাম লক্ষণ নায়েক। ধস নামার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ির।

Advertisement

মৌসম ভবন থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাত এখন বেশ কিছুদিন চলবে। সাতটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। গঞ্জাম, পুরী, রায়গড়, গজপতি, কোরাপুট, কন্ধমাল এবং কালাহান্ডি জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ১৬টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের এবং সাতটি জেলায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

ভারী বৃষ্টিপাতের কারণে ওড়িশার নানান জায়গায় বিচ্ছিন্ন হচ্ছে রেল এবং সড়কপথ। শুক্রবারের কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়। কিছু ট্রেন চলেছে অন্য রুটে। সরকারের তরফ থেকে বৃষ্টিপাত এবং ধসকবলিত এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল।

Advertisement