• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডিভিসির জল ছাড়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রথম পোস্টে তিনি লেখেন, বিজয়া দশমীর উৎসব চলাকালান ডিভিসি আগে থেকে না জানিয়ে প্রায় ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এবারের দুর্গোৎসবে ‘অসুর’ বৃষ্টি। একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে ডিভিসি-র জল ছাড়া— জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে ডিভিসির সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজয়া সম্মিলনীর উৎসব চলাকালীন ডিভিসি কোনও আগাম সতর্কবার্তা না দিয়েই এক ধাক্কায় ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে। সমাজমাধ্যমে এই নিয়ে দুটি পোস্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন, বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। কিন্তু রাজ্যকে নোটিস না দিয়ে মাইথন, পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

শুক্রবার ডিভিসির জল ছাড়া নিয়ে সমাজমাধ্যমে দুইটি পোস্ট করেন মমতা। প্রথম পোস্টে তিনি লেখেন, বিজয়া দশমীর উৎসব চলাকালান ডিভিসি আগে থেকে না জানিয়ে প্রায় ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে। পরের পোস্টে তিনি লেখেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন, পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মমতার অভিযোগ, এখনও পুজোয় ব্যস্ত মানুষ। কিন্তু তা সত্ত্বেও তাঁদের উপর এই দুর্যোগ নেমে এসেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

অন্যদিকে, আবহাওয়াও বিরূপ। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশার কাছে অবস্থান করছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই পরিস্থিতিতে ডিভিসির নিয়ন্ত্রিত বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। ঝাড়খণ্ডের তিলাইয়া, তেনুঘাট ও কোনার ড্যাম জল ছাড়ায় চাপ বাড়ছে মাইথন ও পাঞ্চেতে। অতিরিক্ত জলছাড়ার ফলে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

Advertisement

Advertisement