• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্যর ক্রিক সীমান্তে সেনা মোতায়ন, গুজরাতের ভুজ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

দশেরা উৎসব উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার ‘শস্ত্র পূজা’ কর্মসূচিতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে।

স্যর ক্রিক সীমান্ত ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত। ক্রিক সীমান্ত এলাকায় পাকিস্তান সম্প্রতি সেনা সমাবেশ করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দশেরা উৎসব উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার ‘শস্ত্র পূজা’ কর্মসূচিতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে বৃহস্পতিবার তিনি সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘স্যর ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনও আগ্রাসনের জবাব‌ে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে।’  ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনার লাহোরের উপকণ্ঠে পৌঁছে যাওয়া এবং সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পাকিস্তানকে মনে রাখতে হবে করাচি যাওয়ার একটি পথ কিন্তু এই খাঁড়ি (স্যর ক্রিক) হয়েই।’

Advertisement

সিন্ধু নদের ব-দ্বীপে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়িবেষ্টিত অঞ্চল হল স্যর ক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশকে গুজরাত আলাদা করে রেখেছে।

Advertisement

এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। ১৯৯৯ সালে স্যর ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদারি বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ওই ঘটনায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিলেন। সম্প্রতি স্যর ক্রিক অঞ্চলে নতুন করে পাক সেনার সংখ্যাবৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement