এই দুর্গা পুজোয় পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত মেট্রো রেলের মাধ্যমে যাত্রা করেছেন ৩৫.৫ লক্ষের বেশি যাত্রী। এ সময়ে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ৪.০৩ লক্ষের বেশি টিকিট বুক হয়েছে। শুধুমাত্র অষ্টমীর দিনে মেট্রোতে ভ্রমণ করেছেন ৮.২৭ লক্ষ যাত্রী।
অষ্টমীতে ব্লু লাইন ব্যবহার করেছেন ৬.৩৭ লাখের বেশি যাত্রী। আর গ্রীন লাইন ব্যবহার করেছেন আরও ১.৬৫ লক্ষের বেশি যাত্রী। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ব্লু লাইনে মোট ভ্রমণ করেছেন ২৭.৩২ লাখ যাত্রী, আর গ্রীন লাইনে ভ্রমণ করেছেন আরও ৭.৩১ লক্ষের বেশি যাত্রী।
Advertisement
মেট্রো কর্তৃপক্ষের নতুন উদ্যোগে, স্মার্ট কার্ডের সুবিধা ব্যবহার অনেক বেড়েছে। এই সময়ে ২৫,৭৬৮টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং ২,২৮,৪৯৩টি স্মার্ট কার্ড ১০ বছরের জন্য পুনরায় সক্রিয় করা হয়েছে, যার ইস্যু মূল্য মাত্র ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ কেবল যাত্রী সুবিধা বাড়ায়নি, বরং বুকিং কাউন্টারে চাপও অনেকটা কমিয়েছে। এছাড়া, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত মোট ৬০১টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে।
Advertisement
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা তাঁদের ভ্রমণ শুরু করার আগে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করবেন, যাতে বুকিং কাউন্টারে লম্বা লাইনের ঝামেলা এড়ানো যায়। এছাড়া স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করলে সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।
Advertisement



