আমেরিকার মিশিগানে গির্জার ভিতর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। পরে গির্জার ধ্বংসস্তূপ সরিয়ে আরও দু’জনের দেহ উদ্ধার করা হয়।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের একটি গির্জায় প্রার্থনার জন্য ছিলেন প্রায় ১০০ জন মানুষ। সেই সময় সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে এলাপাথাড়ি গুলি ছুড়তে থাকেন আততায়ী। তারপর গোটা গির্জাটি জ্বালিয়ে দিন তিনি। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আততায়ী টমাস জ্যাকব স্যানফোর্ডেরও। বছর চল্লিশের স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন নৌসেনায় কর্মরত ছিলেন। ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি।
Advertisement
এই ঘটনায় সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, আমেরিকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসনকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
Advertisement
Advertisement



