• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সপ্তমী-অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! নবমী-দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা

পুজোর মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে দুর্যোগ আপাতত কেটেছে

পুজোর মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে দুর্যোগ আপাতত কেটেছে। সপ্তমীতে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় বিক্ষিপ্তভাবে ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগ সাময়িকভাবে কাটলেও ফের এক নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর। অষ্টমী থেকে নিম্নচাপ তৈরি হবে। যার জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

সপ্তমীর দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় গত কয়েকদিনের মতোই আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

Advertisement

অষ্টমীতে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অষ্টমীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নবমীতে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দশমীতে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের ৮ থেকে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকে এবং উত্তর-পূর্ব ভারতকেও ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়েছে।

Advertisement