• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কাকলির পোস্টে কীসের ইঙ্গিত

সারা বছর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও পুজোর ক'টা দিন বাড়ির পুজো নিয়ে মেতে থাকেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

সারা বছর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও পুজোর ক’টা দিন বাড়ির পুজো নিয়ে মেতে থাকেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সাংসদের বাড়ির দুর্গাপুজো ৩৩৩ বছরের পুরোনো। মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় সাংসদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে গত ৪২ বছর ধরে। তাঁর বাড়ির পুজোয় দলীয় কর্মী থেকে নেতা-মন্ত্রী অনেকেই আমন্ত্রিত হন।

তবে এবার পুজোর শুরুতে কাকলির ফেসবুক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। বারাসাতের চারবারের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার শনিবার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। অসুর নিধনকারী মা আমার আরাধ্য দেবী আমার সঙ্গে। যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের ধ্বংস করে দেবেন। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাথে যতদিন আছেন আমায় কেউ হারাতে পারবে না।’

Advertisement

তাঁর এই পোস্ট অনেকে শেয়ার করেছেন বলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অভিজ্ঞ মহলের মতে, ‘সম্প্রতি বারাসাত সাংগঠনিক জেলার ব্লক ও টাউনের সভাপতি ঘোষণা হওয়ার পর নতুন নেতৃত্বদের আচরণ প্রসঙ্গেই কাকলি এমনটা লিখেছেন। বারাসাতের সাংসদ জানিয়েছেন, ‘এটা মা দুর্গার কাছে আমার প্রার্থনা। যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে মহীরুহ করেছেন, সেই দলের বিরুদ্ধে কিছু বলার আমার ঔদ্ধত্য নেই। দলের পতাকা নিয়েই আমি মরব। বিরোধী দলের যারা আমাকে হারাতে, ক্ষতি করতে চেষ্টা করেছে, তাদের জন্যই এমনটা বলা।’

Advertisement

Advertisement