পুজোর মুখে সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারের বাড়িতে ঘটল চুরির ঘটনা। তাঁর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা, বিদেশ থেকে আনা বেশ কিছু দামী জিনিসপত্র সহ আরও অনেককিছু খোয়া গিয়েছে। এই ঘটনায় তিনি চক্রান্তের অভিযোগ তুলেছেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রাজন্যা ও তাঁর পরিবারের সদস্যরা জামাকাপড় কিনতে বেরিয়েছিলেন। সেই সময় বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল। বৃষ্টির কারণে তাঁদের বাড়িতে ফিরতে দেরি হয়ে যায়। প্রায় রাত ১২টা নাগাদ তাঁরা বাড়ি ঢুকে দেখেন, সমস্ত দরজা ভিতর থেকে আটকানো। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখা যায়, পিছনের দিকে বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়িতে থাকা একাধিক আলমারি ভেঙে সেখান থেকে বিভিন্ন দামী জিনিস ও টাকা চুরি করেছে দুষ্কৃতীরা।
Advertisement
Advertisement
Advertisement



