ফের একবার মেসি জাদু দেখলো ফুটবল বিশ্ব। তাঁর জোড়া গোলে ভর করে মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারালো ইন্টার মায়ামি। এরফলে, প্লে – অফে খেলার যোগ্যতা অর্জন করল তারা। বিপক্ষের ঘরের মাঠে বুধবার ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট ছিল মিয়ামির। খেলার প্রথম মিনিট থেকেই ক্রমাগত বিপক্ষের রক্ষণে হানা দিতে থাকে মেসি – সুয়ারেজরা। তবে, একাধিক গোলের সুযোগ নষ্ট করায় প্রয়োজনীয় গোল কিছুতেই পাচ্ছিল না তাঁরা। অবশেষে ম্যাচের ৪৩ মিনিটে মেসির থেকে বল পেয়ে মিয়ামিকে এগিয়ে দেন রদ্রিগেজ। ওই ১-০ অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের চাপ বাড়াতে থাকে মিয়ামি। এইসময়, ম্যাচের ৭৪ মিনিটে মিয়ামির হয়ে দ্বিতীয় গোলটি করে যান মেসি। ছ’গজ বক্সের মধ্যে থেকে যেভাবে দুরন্ত গোল করলেন তিনি, তা নিঃসন্দেহে বিশেষ প্রশংসার দাবি রাখে।
Advertisement
এরপর, ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করে যান সুয়ারেজ। এই প্রসঙ্গে বলা যায়, লিগস কাপের ফাইনালে সিয়াটেলের একজন কর্মকর্তাকে থুতু ছিটিয়ে তিন ম্যাচ নির্বাসিত হতে হয়েছিল উরুগুয়ের এই তারকাকে। সেই নির্বাসন কাটিয়ে ফেরার ম্যাচেই গোল পাওয়া নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে সুয়ারেজকে। ম্যাচের একেবারে শেষলগ্নে (৮৬ মিনিট) মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করে যান মেসি।
Advertisement
এদিনের জোড়া গোলের ফলে, ২৩ ম্যাচে ২৪ গোল করে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। এদিকে, এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স জোনে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ফলে, সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে এখনও টিকে
রয়েছে তারা।
Advertisement



