• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মধ্যমগ্রামের পুজোর উদ্বোধনে সৌরভ, সঙ্গে মন্ত্রী রথীন

জেলার পুজোগুলিও যে শহরের নামী-দামী পুজোগুলিকে টক্কর দিচ্ছে, তার প্রমাণ মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব।

নিজস্ব চিত্র

মহাচতুর্থীতে সৌরভ গাঙ্গুলীর হাত ধরে উদ্বোধন হল মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব। অসাধারণ মণ্ডপ এবং প্রতিমা সজ্জায় মুগ্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন সৌরভ। ৭৫তম বর্ষে পদার্পণ করা মধ্যমগ্রামের এই বিখ্যাত পুজোর থিম ‘কোমল গন্ধা’। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ।

বুধবার ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ২০০-র বেশি রান হওয়া উচিত সেখানে ১৬৮ রানেই থামতে হয় ভারতকে। তাতে অবশ্য জিততে কোনও সমস্যা হয় না। দাপটের সঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। পুজোর উদ্বোধনে এসেও সাংবাদিকদের প্রশ্নে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর মুখে স্বস্তির হাসি।

Advertisement

সৌরভ বলেন, ‘আমি তো শুরু থেকেই বলেছি, ভারত ভালো দল। ভালো খেলেছে। আগামীতেও ভালো খেলবে আমার বিশ্বাস।’ সকলের পুজো যেন সুন্দর এবং সুস্থভাবে কাটে, এমনই প্রার্থনা সৌরভের।

Advertisement

উল্লেখ্য, মধ্যমগ্রামের এই পুজো মণ্ডপের সজ্জা অত্যন্ত নিখুঁত এবং হাতের কাজও নিপুণ। মণ্ডপের ফিতে কাটার আগেই চারিদিক চোখ বুলিয়ে সজ্জা এবং শিল্পীর প্রশংসা করেন সৌরভ। জেলার পুজোগুলিও যে শহরের নামী-দামী পুজোগুলিকে টক্কর দিচ্ছে, তার প্রমাণ মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব।

Advertisement