• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বোনাসের দাবিতে উত্তাল আরজি কর

স্বাস্থ্যকর্মীদের দাবি, বছরে তাঁদের মাত্র ১০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়। নেই কোনও পিএফ ও ইএসআই। তার উপরে কাজ করতে হয় দিনরাত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তাল আরজি কর হাসপাতাল চত্বর। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের যথেষ্ট বোনাস না দেওয়ার ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা। হাসপাতালের গেটের সামনে পোস্টার, ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। তাঁদের বক্তব্য় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুজোর আগে বোনাস দেওয়ার কথা। কিন্তু এবছর পুজোর আগে অনেক কর্মী পাননি তাঁদের বোনাস। কিছুজন পেলেও পেয়েছেন প্রাপ্য টাকার চেয়ে কম। এমনকি বোনাস পাওয়া কর্মীদের মধ্যে টাকার রয়েছে অনেক ফারাক। এই সমস্ত দাবি নিয়ে ক্ষুব্ধ অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

বুধবার থেকে এইসমস্ত দাবি নিয়ে আরজি কর হাসপাতালের মূল গেটের সামনে ভিড় জমিয়েছেন বিক্ষোভকারীরা। প্রায় ২৭০ জন স্বাস্থ্যকর্মী বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরে যেখানে তাঁরা বোনাস স্বরূপ পেয়েছিলেন ৯ হাজার ৫০০ টাকা। কিন্তু এবার সেখানে তাঁরা পেয়েছেন কেউ কেউ সাড়ে তিন হাজার, কেউ পেয়েছেন চার হাজার টাকা। আবার কোনও স্বাস্থ্যকর্মী একেবারেই পাননি কোনও টাকা। তাঁদের দাবি সবার একই কাজ হওয়া সত্ত্বেও বোনাসের মধ্যে তারতম্য কেন? বিক্ষোভে সামিল হয়ে তাঁদের বক্তব্য যতদিন না পর্যন্ত তাঁদের বোনাস মেটানো হয় তাঁরা এই আন্দোলন থামাবেন না।

Advertisement

স্বাস্থ্যকর্মীদের দাবি, বছরে তাঁদের মাত্র ১০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়। নেই কোনও পিএফ ও ইএসআই। তার উপরে কাজ করতে হয় দিনরাত। তাঁরা যে সংস্থার অধীনে চাকরি করেন সেই সংস্থার তরফ থেকেও তাঁদের বঞ্চনার শিকার হতে হয়। বৃহস্পতিবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু বলা হয়নি। শুক্রবারেও যদি কিছু না বলা হয় তবে শুক্রবারেও আন্দোলনে নামবেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

Advertisement

Advertisement