• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে সংঘ-বিজেপির টানাপোড়েনের মধ্যেই ফড়নবিশের মন্তব্য ঘিরে জল্পনা

বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে বলেন, মোহন ভাগবতের কথাই প্রমাণ করে যে, বিজেপির সভাপতি নির্বাচিত হন দলের ভিতর থেকেই

দলের সর্ব ভারতীয় সভাপতি নির্বাচন ঘিরে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জল্পনা তুঙ্গে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ নিজেদের ঘনিষ্ঠ নেতাকে দলের সভাপতি করতে চাইছেন বলে অনেকে মনে করছেন। ঘনিষ্ঠ কাউকে নেতৃত্বে রেখে দলের উপর প্রভাব বজায় রাখাই উদ্দেশ্য। অন্যদিকে, দলের শীর্ষ পদে তাদের পছন্দের কাউকে বসাতে চাইছে সংঘ।

এই টানাপোড়েন নতুন নয়, দীর্ঘদিনের। দলের সভাপতি নির্বাচন নিয়ে সম্প্রতি উষ্মাপ্রকাশ করেছেন সরসঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, বিজেপির সভাপতি সঙ্ঘ ঠিক করে না। যদি সঙ্ঘ বিজেপির সভাপতি ঠিক করে দিত, তাহলে এত সময় লাগত না। তাঁর এই বক্তব্য ঘিরে দানা বাঁধে বিতর্ক। বিজেপি সভাপতি নির্বাচন থেকে আরএসএস সরে আসছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়।

Advertisement

এবার বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে মোহন ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে বলেন, মোহন ভাগবতের কথাই প্রমাণ করে যে, বিজেপির সভাপতি নির্বাচিত হন দলের ভিতর থেকেই। বাইরে থেকে কেউ মুখ ঠিক করে দেয় না। সভাপতি নির্বাচনে বিজেপির একটি নিজস্ব পদ্ধতি রয়েছে।

Advertisement

মোহন ভাগবতও সেটাই বলতে চেয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দাবি, দলের সভাপতি নির্বাচন সঠিক সময়েই হবে। এর মধ্যে কোনও সমস্যা বা জটিলতা নেই। ফড়নবিশের মন্তব্যে আবারও সেই জল্পনাই উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি সত্যিই সভাপতি নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিজেপি ও সঙ্ঘের মধ্যে!

একটা সময় বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, ভুপেন্দ্র যাদবদের নাম শোনা গিয়েছিল। পরে তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বিজেপিতে অঘোষিত নীতি অনুসারে দলের সংগঠনে বড় পদের কেউ মন্ত্রিসভায় থাকেন না।

সেই সূত্র মেনে সভাপতি পদ ছাড়তে হয়েছিল অমিত শাহকেও। এখন শোনা যাচ্ছে, সভাপতি পদে হিন্দি বলতে পটু এমন কোনও দক্ষিণ ভারতীয়কে দলের সভাপতি হিসেবে ভাবা হচ্ছে। আবার মহিলা বা দলিত মুখের কথাও মাথায় রাখা হচ্ছে। তবে আরএসএস-বিজেপির মত না মেলায় এখনও পর্যন্ত সভাপতির নাম ঘোষণা করা সম্ভব হয়নি।

Advertisement