আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে হাজিরা দেন রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবারই কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই কোর্টের বিচারক শুভেন্দু সাহা মন্ত্রী চন্দ্রনাথের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন। তবে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন তিনি। সেই মতো বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি–র দপ্তরে উপস্থিত হন কারামন্ত্রী। তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি দপ্তরে ঢোকার সময় তাঁকে খালি হাতেই দেখা গিয়েছে। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে কোনও নথি চাওয়া হয়নি।
গত ৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তাঁর জামিনের বিরোধিতা করে ইডি তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল। সেই আর্জিই বুধবার খারিজ করে দেয় বিচারভবন। এবিষয়ে বিচারকের পর্যবেক্ষণ, এখনই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেননি। পাশাপাশি তদন্তে দীর্ঘসূত্রিতাও রয়েছে। তাই আপাতত চন্দ্রনাথের জামিন বহাল থাকছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাঁকে সশরীরে ইডি–র দপ্তরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজির হন চন্দ্রনাথ। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানায়, আপাতত নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না মন্ত্রী। এই সংক্রান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশ মানতে হবে।
Advertisement
তাঁর অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল থাকার পরে কারামন্ত্রী জানিয়েছিলেন, বিচার ব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে। তিনি কোনও অপরাধ করেননি। বিচারক সঠিক বিচার করেছেন। আদালতের নির্দেশ মেনে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।
Advertisement
Advertisement



