ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের কার্যকালের মেয়াদ আরও আট মাস বাড়াল কেন্দ্র। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, এখন তিনি ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত দায়িত্বে থাকবেন। বুধবার এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
চিফ অফ ডিফেন্স স্টাফ পদ ছাড়াও জেনারেল চৌহান বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বিষয়ক দপ্তরের সচিবের দায়িত্বেও রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটির অনুমোদনের ভিত্তিতেই এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কেন্দ্র স্পষ্ট করেছে, জেনারেল চৌহান ২০২৬ সালের ৩০ মে বা পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত উভয় পদেই দায়িত্ব পালন করবেন।
Advertisement
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল চৌহান। তাঁর আগে দেশের প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ২০২১ সালের ৮ ডিসেম্বর এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন।
Advertisement
১৯৮১ সালে ভারতীয় সেনায় যোগ দেন জেনারেল অনিল চৌহান। দীর্ঘ কর্মজীবনে তিনি পেয়েছেন ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’, ‘উত্তম যুদ্ধ সেবা মেডেল’, ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’, ‘সেনা মেডেল’ এবং ‘বিশিষ্ট সেবা মেডেল’-এর মতো একাধিক সম্মান। সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বে সংঘটিত ‘অপারেশন সিঁদুর’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অভিযানের মাধ্যমেই পহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়েছিল ভারতীয় সেনা।
সেনা সর্বাধিনায়ক হিসেবে জেনারেল চৌহানের নিষ্ঠা, কৌশলগত দক্ষতা এবং নেতৃত্বের প্রশংসা করেছে প্রতিরক্ষা মহল। তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে প্রতিরক্ষা নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement



