• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কম দামে ইলেকট্রনিক সামগ্রী, কার্যকর হল নতুন জিএসটি হার

৩০,০০০ টাকার এসি-তে আগে ২৮ শতাংশ হারে দিতে হত ৮,৪০০ টাকা। নতুন হারে তা দাঁড়াচ্ছে ৫,৪০০ টাকা। অর্থাৎ এক ঝটকায় সাশ্রয় প্রায় ৩,০০০ টাকা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শেষমেশ কার্যকর হয়ে গেল কেন্দ্রের ঘোষণা করা নতুন জিএসটি হার। শনিবার থেকে ইলেকট্রনিক ও গৃহস্থালী সামগ্রীর উপর কর কমায় সাধারণ ভোক্তারা এখন আরও সাশ্রয়ী দামে বাজার থেকে কিনতে পারবেন টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগে ২৮ শতাংশ জিএসটি ধার্য হওয়া একাধিক ইলেকট্রনিক পণ্য এখন থেকে পড়বে ১৮ শতাংশ করের আওতায়। এর ফলে বাজারদর ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা নতুন দাম ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে, এসি ও টিভির দামে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কমতে পারে।

Advertisement

মোবাইল চার্জার-সহ বিভিন্ন এক্সেসরিজ, মিক্সার-গ্রাইন্ডার, মাইক্রোওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, এয়ার কুলার, ডিশওয়াশার— সবকিছুর উপরেই কর হ্রাসের ফলে সরাসরি প্রভাব পড়বে বাজারদরে।

Advertisement

কতটা সাশ্রয়?
এসি: ৩০,০০০ টাকার এসি-তে আগে ২৮ শতাংশ হারে দিতে হত ৮,৪০০ টাকা। নতুন হারে তা দাঁড়াচ্ছে ৫,৪০০ টাকা। অর্থাৎ এক ঝটকায় সাশ্রয় প্রায় ৩,০০০ টাকা।

টেলিভিশন: ২০,০০০ টাকার একটি ৩২ ইঞ্চির বেশি টিভির উপর আগে কর ছিল ৫,৬০০ টাকা। এখন দিতে হবে ৩,৬০০ টাকা। সাশ্রয় ২,০০০ টাকা।

ডিশওয়াশার: ১০,০০০ টাকার ডিশওয়াশারের উপর আগে ২,৮০০ টাকা কর দিতে হত। এখন সেই পরিমাণ দাঁড়াচ্ছে ১,৮০০ টাকা। ফলে গ্রাহকের সঞ্চয় ১,০০০ টাকা।

এছাড়াও মনিটর ও প্রোজেক্টরের মতো পণ্যের দামও কমবে নতুন কর কাঠামোর ফলে। ব্যবসায়ী মহল মনে করছে, উৎসবের মরশুমে কর হ্রাসের সিদ্ধান্তে বাজারে কেনাকাটার গতি আরও বাড়বে। এর ফলে একদিকে যেমন সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন, অন্যদিকে চাহিদা বাড়ায় শিল্পক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

Advertisement