• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লির প্রাক্তন মন্ত্রীর ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক দুর্নীতি দমন আইন-এর অধীনে তাঁর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় ৭.৪৪ কোটি।

ফের বিপাকে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) নেতা সত্যেন্দ্র জৈন। আর্থিক দুর্নীতি দমন আইন-এর অধীনে তাঁর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় ৭.৪৪ কোটি।

ইডি সূত্রে জানা গিয়েছে, সত্যেন্দ্র জৈনের ঘনিষ্ঠ সহযোগী অঙ্কুশ জৈন ও বৈভব জৈনের নামে থাকা ওই সম্পত্তিগুলি আদতে প্রাক্তন মন্ত্রীরই। গত ১৫ সেপ্টেম্বর এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সত্যেন্দ্র জৈন মন্ত্রী থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে বেআইনি উপায়ে বিপুল অর্থ জমা করেন। সেই টাকা দিয়ে বিভিন্ন স্থানে জমি ও সম্পত্তি কেনেন।

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালে এই আর্থিক দুর্নীতির মামলায় সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির পর তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন। গত বছর মে মাসে জেলের শৌচালয়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর তাঁর আইনজীবীর আবেদনে সুপ্রিম কোর্ট তাঁকে চিকিৎসার জন্য অন্তর্বর্তী জামিন দেয়। তবে আদালতের নির্দেশে পরে ফের তাঁকে জেলে ফিরতে হয়।

Advertisement

এই মুহূর্তে তিনি জামিনে মুক্ত থাকলেও ইডি-র তদন্ত এখনও চলছে। ইতিমধ্যেই সত্যেন্দ্রর নামে দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। ২০১৭ সালে সিবিআই এই মামলা দায়ের করে। সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ইডির পদক্ষেপকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আপ নেতৃত্ব এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement