• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আসানসোলে বাজি ফাটানো ঘিরে ধুন্ধুমার কাণ্ড! আহত কমপক্ষে ৫

 উৎসবের মরশুমে বাজি ফাটানোকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল

উৎসবের মরশুমে বাজি ফাটানোকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। ঘটনায় আহত কমপক্ষে ৫। রবিবার রাতের ঘটনা। উত্তর আসানসোলের ধাদকায় বাজি ফাটানো ঘিরে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে কথা কাটাকাটি থেকে তা মারপিটে গড়ায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বাড়ির দোরগোড়ায় বাজি ফাটানোর ঘিরে শুরু হয় বচসা।

প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা বাজি ফাটায় বলে অভিযোগ করেন সিং পরিবারের সদস্যরা। বাজি ফাটাতে বারণ করা হলেও সে কথা শোনা হয়নি বলে দাবি। উপরন্তু যাদব পরিবারের সদস্যরা শিশুদের হাতে আরও বেশি করে বাজি তুলে দেন বলে অভিযোগ সিং পরিবারের। এতে বাজি ফাটানোয় উসকানি দেওয়া হয় বলেই মনে করছেন সিং পরিবারের সদস্যদের।

Advertisement

যাদব পরিবারের পাল্টা দাবি, তাঁদের বাড়িতে থাকা গাড়ির নীচেও বাজি ফাটানো হয়। গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে যান তাঁরা। এরফলে বিবাদ আরও চরমে ওঠে বলে অভিযোগ। বচসা চলাকালীন যাদব পরিবারের প্রায় ২০ জন এসে হামলা চালায় বলে অভিযোগ। লাঠির আঘাতে মাথা ফাটে সিং পরিবারের অনেকের। এই ঘটনায় যাদব পরিবারের ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিং পরিবার। এরপর থেকে বেপাত্তা যাদব পরিবারের সব পুরুষ সদস্য।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু’টি পরিবারের মধ্যে আগেই জমি নিয়ে বিবাদ ছিল। উৎসবের মরশুমে বাজি ফাটানোকে কেন্দ্র করে পুরনো বিবাদ চরমে ওঠে। বিবাদের জেরে এতজন আহত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ দুই পরিবারের সদস্যরা।

Advertisement