• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জিতেই লিগ জয়ের ‘ডাবল’ সেলিব্রেশন করতে চান বিনো

লিগের শেষ ম্যাচে আগেও তাই ফের একবার সমর্থকদের কাছে মাঠ ভরানোর আর্জি জানালেন তিনি। বিনো বলেন, সমর্থকরাই খেলোয়াড়দের প্রধান অনুপ্রেরণা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শনিবারই আইএফএ’র পক্ষ থেকে গত মরসুমের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলকে। আর তার দিন দুয়েকের মধ্যেই ফের একবার কলকাতা লিগ খেতাব জেতার হাতছানি বিনো জর্জের দলের সামনে। আজ ঘরের মাঠে খেতাব নির্ণায়ক ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ইউনাইটেড এসসি। চ্যাম্পিয়ন হতে বিষ্ণু – সায়নদের দরকার মাত্র এক পয়েন্ট।

যদিও, ড্র নয় ম্যাচ জিতেই ৪১ তম লিগ খেতাব ঘরে তুলতে চাইছেন রিজার্ভ দলের প্রধান কোচ বিনো জর্জ। জানালেন, ঘরের মাঠে দর্শকদের সামনে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই আলাদা। ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। বিনোর মতে, বড় দলের বিরুদ্ধে যেকোনও দলই সবসময় ভালো খেলার চেষ্টা করে।

Advertisement

পাশাপাশি, এই ম্যাচই এবারের কলকাতা লিগের বিজয়ী নির্ধারণ করবে। ফলে, ম্যাচে ইউনাইটেড এফসির বাড়তি তাগিদ থাকবে। তবে, এই ম্যাচের আগে বিনোর দলের জন্য অন্যতম স্বস্তির খবর, দলে নতুন করে কোনও চোট আঘাত সমস্যা নেই।

Advertisement

একইসঙ্গে, লিগের শেষ ম্যাচ ঘরের মাঠে হওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। কিন্তু, সুপার সিক্সে ইস্টবেঙ্গলের প্রথম দুটি ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি ছিল একেবারেই হাতে গোনা। যা নিয়ে কিছুটা হলেও হতাশ কোচ বিনো জর্জ। লিগের শেষ ম্যাচে আগেও তাই ফের একবার সমর্থকদের কাছে মাঠ ভরানোর আর্জি জানালেন তিনি। বিনো বলেন, সমর্থকরাই খেলোয়াড়দের প্রধান অনুপ্রেরণা। এই প্রসঙ্গে বলা যায়, ডায়মন্ড হারবার ম্যাচের পর সোমবার ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড এফসি ম্যাচেও সমর্থকদের জন্য বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার ব্যবস্থা করেছে আইএফএ।

এদিকে, রবিবারই আইএফএ’র পক্ষ থেকে জানানো হয় সোমবার ম্যাচ শুরুর আগে দুপুর ২ নাগাদ ২০২৪-২৫ মরসুমে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন ট্রফি ইস্টবেঙ্গল দলের হাতে তুলে দেওয়া হবে। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম লাল হলুদের হাতে এই ট্রফি তুলে দেবেন। তাই সবমিলিয়ে, আজ এক দুর্দান্ত সমাপ্তির জন্য অপেক্ষায় থাকতেই পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisement