• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জুবিনের শেষ বিদায়ে জনজোয়ার

প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গ উপস্থিত ছিলেন।

প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। রবিবার গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছল জুবিনের মরদেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গ উপস্থিত ছিলেন। বিমানবন্দরে জুবিনের দেহ পৌঁছনোর পর আবেগঘন হয়ে পড়েন গরিমা। কফিন বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিল্পীর মরদেহের এই শোকযাত্রা এক অসামান্য শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। বিমানবন্দরের বাইরে ভক্তরা তার গান গেয়ে এবং ‘জয় জুবিনদা’ স্লোগান দিয়ে প্রিয় শিল্পীকে শেষ সম্মান জানান।

রবিবার সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে গুয়াহাটিতে আনা হয় জুবিনের দেহ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শ্রদ্ধা জানান। অসম সরকারের ব্যবস্থাপনায় জুবিন গর্গের দেহ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়। সেখানে অগুনিত ভক্ত তাঁকে শ্রদ্ধা জানান। জুবিনের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অসম সরকার। এই সময়ে কোনও ধরনের সরকারি বিনোদনমূলক বা উৎসবের অনুষ্ঠান হবে না।

Advertisement

Advertisement

Advertisement