অসম রাইফেল্সের কনভয়ের উপর সশস্ত্র হামলার ঘটনায় নতুন মোড়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। একই সঙ্গে মিলেছে হামলায় ব্যবহৃত গাড়িরও হদিশ। ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে ইম্ফলের মুটুম ইয়াংবি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি।
শুক্রবার সন্ধ্যায় মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল সবাল লেইকাই এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে অতর্কিতে হামলা চালানো হয় অসম রাইফেল্সের কনভয়ের উপর। রাজধানী ইম্ফলের পাতসোই কোম্পানির ঘাঁটি থেকে বাহিনীর একটি মিনি ট্রাক নাম্বোল ঘাঁটির দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। এই হামলায় শহিদ হন দুই জওয়ান – নায়েব সুবেদার শ্যাম গুরুং এবং রাইফেলম্যান রঞ্জিত সিংহ কাশ্যপ। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান, যাঁদের চিকিৎসা চলছে।
Advertisement
হামলার পরই তৎপরতা বাড়ায় প্রশাসন। শনিবার পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। হামলায় ব্যবহৃত গাড়িটির একাধিক মালিকের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদেরও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই ওই পথ দিয়েই সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের কয়েক দিনের মধ্যেই এমন হামলা ঘটনায় কড়া বার্তা দেয় প্রশাসন। রাজ্যপাল অজয় কুমার ভল্লার আহ্বানে ডাকা উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ আধিকারিক ও পুলিশকর্তারা।
Advertisement
বৈঠকে রাজ্যের ঝুঁকিপূর্ণ অঞ্চল, জাতীয় সড়ক ও সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম্বোল ও পার্শ্ববর্তী শান্তিপুর এবং ইশোক এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে।’ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
Advertisement



