এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। শুল্ক খাঁড়ায় জেরবার ভারতের উপর এবার আছড়ে পড়ল ভিসার বোমা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। তার পর থেকেই বৃদ্ধি পেয়েছে এইচ-১বি ভিসার ফি। যাঁরা আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখেন তাঁদের স্বপ্ন বড়সড় ধাক্কা খেতে পারে। এক লাফে এই ভিসার বার্ষিক ফি পৌঁছে গিয়েছে প্রায় ৯০ লক্ষ টাকায়। আর এই ঘটনার পরেই বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাণিজ্য শুল্ক ও ভিসার ফি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও। এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক, ১ লক্ষ মার্কিন ডলারের ভিসা ফি। ডোনাল্ডের সঙ্গে নমোর দোস্তি ভারতের জন্য খুব খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। ওঁর উচিত কম খরচের কোনও বন্ধুত্ব তৈরি করা।’
Advertisement
এদিকে এইচ-১বি ভিসা বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। শনিবার নিজের পুরনো একটি টুইট শেয়ার করেন রাহুল। সেখানে তিনি মন্তব্য করেছেন, ভারতের প্রধানমন্ত্রী ‘অত্যন্ত দুর্বল’। তবে শুধু রাহুল নয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ নিয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন।
Advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের একটি পোস্টে মোদীকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মল্লিকার্জুন খাড়্গের কটাক্ষ, নরেন্দ্র মোদী জন্মদিনে যে রিটার্ন গিফট পেয়েছেন, তার জন্য ভারতীয়রা কষ্ট পাচ্ছে। ‘আব কি বার, ট্রাম্প সরকার’ বলে যে স্লোগান দিয়েছিলেন, এটা তার রিটার্ন গিফট বলে কটাক্ষ করেছেন খাড়গে।
Advertisement



