• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর জন্য চালু কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর

কলকাতা পুলিশের প্রধান হেল্পলাইন নম্বর হবে - ৯১৬৩৭৩৭৩৭৩। এছাড়াও, লালবাজার কন্ট্রোল রুমেও সরাসরি যোগাযোগ করা যাবে।

আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই মায়ের আগমনে চারপাশ হয়ে উঠবে আলোময়। সেই তোড়জোড়ই ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহরের অলিগলি সেজে উঠেছে আলোতে। প্যান্ডেলে বাঁশ-কাপড় বাধার কাজ প্রায় শেষের পথে। এই সময়ে কলকাতা পুলিশের কাধে থাকে একাধিক দায়িত্ব। রাস্তাঘাটের উপর নজরদারি রাখা, পুজোর দিনগুলোতে বাড়তি ভিড় সামলানো এই সব কাজ করতে হয়। তাই এই বছর অতিরিক্ত চাপ কমাতে এবং সবকিছু সহজভাবে সামলাতে লালবাজার বিশেষ ব্যবস্থা নিয়েছে।

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মাঝেমধ্যেই পুজো মণ্ডপে অনেকে হারিয়ে যায়। অনেকে রাস্তাঘাট হারিয়ে ফেলে। সেইসব সমস্যা নিয়ে তাঁরা পুলিশের কাছে সাহায্যের জন্য যান। এবার সব সমস্যার সমাধান আরও সহজ ভাবে করতে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করা হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশের প্রধান হেল্পলাইন নম্বর হবে – ৯১৬৩৭৩৭৩৭৩। এছাড়াও, লালবাজার কন্ট্রোল রুমেও সরাসরি যোগাযোগ করা যাবে। তার জন্য ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০ এই নম্বরগুলিতে ফোন করতে হবে। আবার কেউ হারিয়ে গেলে তাঁর জন্য রয়েছে লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’। সেক্ষেত্রে ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫ এই নম্বরগুলিতে যোগাযোগ করতে হবে। শিশু বা বয়স্ক কোনও মানুষ নিখোঁজ হলে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের হেল্পলাইন ১০৯৮ নম্বরে ফোন করলে দ্রুত সাহায্য পাওয়া যাবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হেল্পলাইন নম্বরগুলির পরিষেবা পাওয়া যাবে।

Advertisement

কলকাতা পুলিশের বার্তা, পুজোর সময় ভিড় ও রাস্তাঘাটে যানজট এড়াতে এখন থেকেই কলকাতা পুলিশ তৎপর। মানুষ যাতে নিরাপদে পুজো উপভোগ করতে পারে তাই এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement