পুকুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার ঘটনা। এখানকার এক পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হওয়ার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার কাজের জন্য সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। রাত হয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি। এরপরে মহেশতলা থানায় পরিবারের পক্ষ থেকে যুবকের নামে মিসিং ডায়েরি করা হয়। মৃত যুবকের নাম রাজেশ ঘোষ। তিনি মহেশতলার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট গভর্নর ব্লক এ -র বাসিন্দা। দীর্ঘ পাঁচ বছর তিনি ওষুধ সরবরাহ সংস্থার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার পূর্ব মণ্ডলপাড়ার এক পরিত্যক্ত জলাশয়ে এক মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ মহেশতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবককে জলাশয় থেকে উদ্ধার করে। এরপরেই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। যুবককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এরপরেই যুবকের দেহ সনাক্ত করে দেখা যায়, তিনি মহেশতলার সেই নিখোঁজ যুবক। কীভাবে জলাশয়ে ওই যুবকের দেহ এল, আত্মহত্যা নাকি খুন করার পরে তাঁর দেহ জলে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিষ দাস মৃত যুবকের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



