• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর আগেই প্যান্ডেল পরিদর্শন পুলিশ-প্রশাসনের

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরাজ খালিদ পুজো প্যান্ডেলগুলির পরিদর্শনে বেরিয়েছেন।

দেবীপক্ষের সূচনার আগেই তিলোত্তমা সেজে উঠেছে পুজোর রঙে। বড়ো বড়ো প্যান্ডেলে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। কিভাবে চলছে কলকাতার বিখ্যাত পুজোগুলির শেষমুহূর্তের প্রস্তুতি তা এবার খতিয়ে দেখতে চলেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরাজ খালিদ পুজো প্যান্ডেলগুলির পরিদর্শনে বেরিয়েছেন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে প্রাথমিকভাবে ১২টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। বেহালা নতুন দল থেকে পরিদর্শন শুরু হয়েছে। তালিকায় রয়েছে বরিষা ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লি হরিদেবপুর, নাকতলা উদয়ন সঙ্ঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদুর্গা, কেন্দুয়া শান্তি সঙ্ঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, চেতলা অগ্রণী এবং সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপ। যেহেতু নাম করা এই পুজোগুলিতে মাত্রাতিরিক্ত ভিড় হয় তাই এই পুজোগুলিতে কি ধরণের ব্যবস্থাপনা করা হয়েছে তা পরিদর্শন করে দেখছে পুলিশ-প্রশাসন।

Advertisement

Advertisement

Advertisement