• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্ব বক্সিংয়ে ভারতের সোনা জয়ের ইতিহাস

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সোনালি দিন ছিল রবিবার। সোনা জয়ের মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন ভারতের বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সোনালি দিন ছিল রবিবার। সোনা জয়ের মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন ভারতের বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া। ২৪ বছর বয়সী ভারতের এই বক্সার ৫৭ কেজি বিভাগে সোনার পদক তুলে নিলেন পোল্যান্ডের ডুলিয়া জেরেমেতাকে হারিয়ে। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের প্রথম সোনা। আর ভারতের দ্বিতীয় সোনার পদকটি জয় করলেন মীনাক্ষী হুডা।

এদিন লড়াইয়ের শুরু থেকে জেসমিন আক্রমণাত্মক ভূমিকা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রতিপক্ষকে। পোল্যান্ডের বক্সারকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়ে সোনার পদক পেয়ে ভারতের জেসমিন হাসিতে উজ্জ্বল হয়ে ওঠেন। হরিয়ানার মেয়ে জেসমিনের স্বপ্ন ছিল বিশ্ব বক্সিংয়ে দেশকে সোনা উপহার দেবেন। সেই স্বপ্ন সার্থক হল।

Advertisement

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মীনাক্ষী হুডা সোনার পদক জয়ের কৃতিত্ব দেখালেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগে অংশ নিয়ে বাজিমাত করলেন মীনাক্ষী। জেসমিন লাম্বোরিয়ার পরে ভারতে গর্বিত করলেন ২৪ বছরের এই বক্সার। ফাইনালে তিনি প্যারিস অলিম্পিক গেমসে সোনা জয়ী বক্সারকে পরাস্ত করেন। ফাইনালে মীনাক্ষীর প্রতিপক্ষ ছিলেন কাজাকাস্তানের নাজিম কিজাইবে। অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জয়ী মীনাক্ষী ৪-১ ব্যবধানে কিজাইবে হারিয়ে দেন ফাইনালে। ভারতের দশম মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী হুডা।

Advertisement

এখানে উল্লেখ করা যেতে পারে সবচেয়ে বেশি ছ’বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব তুলে নিয়েছেন ভারতের মেরি কম। তিনি ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৮ সালে খেতাব জিতেছিলেন। এবাদেও খেতাব জয়ের তালিকায় আছেন নিখাত জারিন (২০২২ ও ২০২৩), সরিতাদেবী (২০০৬) জেনি আর এল (২০০৬), লেখা কেসি (২০০৬), নীতু ঘাংঘাস (২০২৩), লভলিনা বরগোঁহাইন (২০২৩) ও স্বাতী বোসা (২০২৩)।

এবাদে এদিন ভারতের নুপুর শেওরান ও পূজারানি যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পদক পেলেন। ৮০ কেজি বিভাগে রূপো জেতেন নুপুর। হেরে যান পোল্যান্ডের আগাতা কাজমারস্কারের কাছে। ব্রোঞ্জ পদক পান ৮০ কেজি বিভাগে ভারতের পূজা। সেমিফাইনালে হেরে
যান ইংল্যান্ডের এমিলি অ্যাসকুইয়ের কাছে।

Advertisement