• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মহিলা বিশ্বকাপ পরিচালনা করবেন মহিলা আম্পায়াররা

পরবর্তীকালে, মহিলাদের শেষ দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচেও অফিসিয়াল হিসেবে দায়িত্বে সামলেছিলেন মহিলা আম্পায়ার'রা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেট। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। আর, শুত্রুবার আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এবারের প্রতিযোগিতার সমস্ত ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলা আম্পায়ার’রা। সেজন্যে, ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি।

এই প্রসঙ্গে বলা যায়, এক দিনের বিশ্বকাপে এ বারই প্রথম ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু মহিলাদের। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে মহিলাদের সব ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলারা। পরবর্তীকালে, মহিলাদের শেষ দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচেও অফিসিয়াল হিসেবে দায়িত্বে সামলেছিলেন মহিলা আম্পায়ার’রা। তবে, একদিনের বিশ্বকাপ ক্রিকেটে এ বারই প্রথম শুধু মহিলারা আম্পায়ার’দের দায়িত্ব সামলাতে দেখা যাবে। আইসিসি প্রকাশিত এই তালিকায় দু’জন ভারতীয় আম্পায়ার এবং একজন ভারতীয় ম্যাচ রেফারি রয়েছেন।

Advertisement

আসন্ন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ১৪জন আম্পায়ার’রা হলেন – লরেন এজেনব্যাগ, ক্যান্ডিস লা বোর্দে, কিম কটন, সারা ডাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, এন জননী, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী বেণুগোপালন এবং জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচ রেফারি হিসাবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী
এবং মিশেল পেরেইরা।

Advertisement

Advertisement