শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে নেশামুক্তি কেন্দ্রের মালিককে খুনের অভিযোগ উঠেছে ওই কেন্দ্রেরই দুই আবাসিকের বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায় এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মৃতের নাম মদন রানা। তিনি শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামের একটি নেশামুক্তি কেন্দ্র চালান। ওই কেন্দ্রে বর্তমানে ২০ জন আবাসিক আছেন। মদনের স্ত্রী ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তবে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। পুলিশ জানিয়েছেন, এদিন ভোরে প্রার্থনার পর সব আবাসিকরা একটি ঘরে ছিলেন। সেই সময় অভিযুক্ত দুই আবাসিক বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। তারপর রান্নাঘরের চাবি খুলে সেখান থেকে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিক মদনের মাথা থেঁতলে দেন। আওয়াজ শুনে ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসেন অন্য আবাসিকরা। সেই সময় অভিযুক্তরা তাঁদের মারধর করে পালিয়ে যান।
Advertisement
খবর পয়ে ঘটনাস্থলে হাজির হন মদনের মা ও দিদি। রক্তাক্ত অবস্থায় মদনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানতে পেরেছে, পুজোর আগে অভিযুক্ত দুই আবাসিক বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের বাড়ি যেতে দিতে রাজি হননি মদন। সেই কারণে দুই পক্ষের মধ্যে বচসা হয়। সেই রাগেই এই খুন বলে অনুমান করা হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, এর আগে মদন রানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন বলে খবর। পাঁচ বছর আগে উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন তিনি। সেখানেই কেন্দ্রের দুই আবাসিকের হাতে খুন হলেন মদন।
Advertisement



