• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওভারহেড কেবলে নাজেহাল শহর, কড়া বার্তা মেয়রের

মেয়র ফিরহাদ হাকিম এদিন স্পষ্ট জানিয়ে দেন, পুরসভার ল্যাম্পপোস্টকে আর ব্যবহার করতে দেওয়া হবে না কেবল অপারেটরদের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শহরজুড়ে ঝুলন্ত তারের জঞ্জালে নাজেহাল কলকাতা। এক শ্রেণীর অসাধু কেবল অপারেটরের কারণে ওভারহেড কেবলের জটিল অবস্থায় দৃশ্যদূষণ থেকে শুরু করে নানা সমস্যায় ভুগছে নাগরিকরা। অথচ কলকাতা পুরসভার স্পষ্ট নির্দেশ, শহরের সমস্ত কেবল ভূগর্ভস্থ ডাক্টের মাধ্যমে টানা বাধ্যতামূলক।

পুরসভার মাসিক অধিবেশনে এই সংক্রান্ত অভিযোগ তোলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সী জানান, দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে ইতিমধ্যেই ভূগর্ভস্থ ডাক্টের কাজ শেষ হয়েছে। তবে উত্তর কলকাতায় এখনও সেই কাজ বাকি। খুব শিগগিরই তা সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Advertisement

মেয়র ফিরহাদ হাকিম এদিন স্পষ্ট জানিয়ে দেন, ‘পুরসভার ল্যাম্পপোস্টকে আর ব্যবহার করতে দেওয়া হবে না কেবল অপারেটরদের। যেখানে ডাক্ট আছে, সেখানেই মাটির নিচ দিয়ে তার টানতেই হবে।’

Advertisement

মেয়র আরও বলেন, কলকাতা পুরসভা সম্পূর্ণ নিজস্ব অর্থে কেবল ডাক্টের কাজ করছে। কোনও অপারেটর নিয়ম না মানলে প্রয়োজনে পুরসভা তাদের পরিবর্তন করে নতুন অপারেটর নিয়োগ করবে। শহরের নাগরিকদের সুরক্ষা ও সৌন্দর্য বজায় রাখতে ওভারহেড কেবলের দিন যে ফুরোতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট।

Advertisement