• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সাতসকালে কুলগামে গুলির লড়াই, খতম এক জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়ে চিরুনি তল্লাশি চালাতে গিয়ে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার গুদার এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ। গোপন সূত্রে খবর পেয়ে চিরুনি তল্লাশি চালাতে গিয়ে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন সেনা জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা গুলিতে খতম হয়েছে এক জঙ্গি।

সেনা সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের গুদার জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার ভোরেই যৌথ অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। তখনই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় তীব্র গুলির লড়াই। তাতেই নিহত হয় এক জঙ্গি। সেনার অনুমান, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। গোটা অঞ্চলে চলছে তল্লাশি।

Advertisement

কুলগামের জঙ্গলে ইতিমধ্যেই একাধিকবার জঙ্গি আস্তানার হদিশ মিলেছে। আগস্ট মাসেই এই জেলার অখল এলাকায় সেনার ‘অপারেশন অখল’-এ খতম হয়েছিল ছয় জঙ্গি। ‘অপারেশন সিঁদুর’ এবং পহেলগাম কাণ্ডের পর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। গত জুলাই মাসে শ্রীনগরের কাছে ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী।

Advertisement

Advertisement