• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হরিদেবপুরে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

পাসপোর্ট-ভিসা ছাড়াই ঢুকেছিলেন ভারতে

প্রতীকী চিত্র।

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ধরা পড়লেন এক বাংলাদেশি নাগরিক। তাঁর কাছে কোনও বৈধ নথি না থাকায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ দাউদ দারিয়া। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাঠালিপাড়া থানার মাজবাড়ি গ্রামে।

জানা গিয়েছে, হরিদেবপুর থানার সুকান্ত সরণি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪(এ)(বি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাউদ দারিয়া জানিয়েছেন, প্রায় সাত মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরে ছাতা সারাইয়ের কাজ করছিলেন। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এমনকি তিনি কোনও পাসপোর্ট বা বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

Advertisement

উল্লেখ্য, বড়বাগান এলাকার বাসিন্দারা প্রথমে ১০০ নম্বরে ফোন করে ওই সন্দেহজনক ব্যক্তির উপস্থিতির কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয় কার্তিক রায়ের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের আসল পরিচয় জানিয়েছেন। এখন তদন্তকারীরা তাঁর ভারতে প্রবেশের রুট, যোগাযোগের নেটওয়ার্ক এবং উদ্দেশ্য খতিয়ে দেখছেন।

Advertisement

Advertisement