ফ্রান্স ও ব্রিটেনের পথ অনুসরণ করে এবার প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করল বেলজিয়াম। একই সঙ্গে গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে মানবাধিকার লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অভিযোগে তেল আভিভের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞার কথাও ঘোষণা করেছে তারা।
মঙ্গলবার এক্স-এ দেওয়া পোস্টে বেলজিয়ামের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, চলতি মাসের শেষে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। তিনি লেখেন, ‘প্যালেস্তাইনকে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে স্বীকৃতি দেওয়া হবে এবং ইজরায়েল সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
Advertisement
ঘোষণা অনুযায়ী, ইজরায়েলের বিরুদ্ধে মোট ১২টি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে বেলজিয়াম। এর মধ্যে উল্লেখযোগ্য হল – ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ ইজরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইজরায়েলি সংস্থাগুলির সঙ্গে সরকারি পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত।
Advertisement
উল্লেখ্য, জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যালেস্তাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের দপ্তর থেকে জানানো হয়, সেপ্টেম্বর মাসের মধ্যে যদি ইজরায়েল প্যালেস্তাইনিদের অধিকার রক্ষায় কার্যকর কোনও পদক্ষেপ না করে, তবে ওই মাসেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে তারা প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
নেটোর সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই বেলজিয়ামের এই পদক্ষেপ পশ্চিমি দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ইজরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসেই। তার আগে বেলজিয়ামের এই কূটনৈতিক অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের ১৪৭ সদস্য রাষ্ট্র প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো রাষ্ট্রসঙ্ঘের মোট সদস্যসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। বেলজিয়ামের স্বীকৃতি দেওয়ার এই ঘোষণা এমন সময়ে সামনে এল, যখন গাজায় ইজরায়েলের হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লক্ষ ৬০ হাজার ২৫৬ জন।
Advertisement



