• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইএসএলের জট কাটাতে দুই পক্ষকে বসতে বলল কোর্ট

আসলে, আইএসএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মাঝে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি - এই তিন দল সব ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতীকী চিত্র

আইএসএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মাঝেই কিছুটা হলেও স্বস্তি ফিরলো ভারতীয় ফুটবলে। সুপ্রিম কোর্ট শুত্রুবার তাঁদের রায়ে স্পষ্টভাবে জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে ফেডারেশন চাইলে এফএসডিএলের সঙ্গে আইএসএল নিয়ে আলোচনায় বসতেই পারে। বিচারপতি পি এস নরসীমা এবং জয়মাল্য বাগচী জানিয়েছেন, আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল একসঙ্গে বসে মাস্টার রাইটস এগ্রিমেন্ট আলোচনা করতে পারবে।

এজন্যে তাঁরা আগামী ২৮ আগস্ট, বৃহস্পতিবার অবধি সময় দিয়েছে দুই পক্ষকে। সেদিনই বিষয়টি নিয়ে পরবর্তী শুনানি হবে। দুই বিচারপতির পক্ষ থেকে এদিন আরও বলা হয়, দেশের ফুটবলের স্বার্থে সম্ভব হলে যেন এই একসপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় সমাধান সূত্র বের করা যায়। এই প্রসঙ্গে বলা যায়, গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ফেডারেশনকে জানিয়েছিল নতুন সংবিধান নিয়ে আদালতের রায় না আসা পর্যন্ত এফএসডিএলের সঙ্গে আইএসএল নিয়ে আর কোনোরকম আলোচনা করা যাবে না। তবে, শুত্রুবার নিজেদের এই সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও সরে এসে আদালতের পক্ষ থেকে দুই পক্ষকেই যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। এরফলে, আশা করা হচ্ছে দ্রুত হয়তো আইএসএল নিয়ে জট কাটতে চলেছে।

Advertisement

আসলে, আইএসএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মাঝে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি – এই তিন দল সব ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ক্লাবজোটের পক্ষ থেকে বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল আইএসএলের এই অচলাবস্থা কাটানোর জন্য। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন। সেইসময় সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলকেও মাথায় রাখতে হচ্ছে। তবে, তাঁরা সব পক্ষের মতামত শুনবে বলেও জানিয়েছিল দেশের সর্বোচ্চ এই আদালত। এদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে আইএসএলের দলগুলির। বর্তমানে, তাঁরা তাকিয়ে রয়েছে ফেডারেশন ও এফএসডিএলের বৈঠকের দিকে। মধ্যে আইএসএল নিয়ে জট কাটে কি না ?

Advertisement

Advertisement