• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা গয়েশপুর পুলিশ ফাঁড়ির

গয়েশপুর পুলিশ ফাঁড়ি সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, একটি ক্লাব এবং গয়েশপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।

রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির অভিনব উদ্যোগ। বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করল গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসাররা। শুক্রবার, গয়েশপুর পুলিশ ফাঁড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে চোখ পরীক্ষা থেকে চশমা বিতরণ, এমনকি ছানি অপারেশনের সুব্যবস্থা করা হয়।

গয়েশপুর পুলিশ ফাঁড়ি সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, একটি ক্লাব এবং গয়েশপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় ২০০ জন এদিন চোখ পরীক্ষা করতে আসেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে বিনামূল্যে দেওয়া হয় চশমা। এমনকি কয়েকজনের ছানির সমস্যা দেখা দেওয়ায় তাঁদের ছানি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়।

Advertisement

গয়েশপুর পুলিশ ফাঁড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডা, গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাস এবং অন্যান্য পুলিশ অফিসাররা।

Advertisement

Advertisement